অবক্ষয় যুগ/যুগ সন্ধিক্ষণ
‘ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু ১৭৬০ থেকে ১৮৬০ সালে’ মাইকেল মধুসূদন এর আগ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অবক্ষয়যুগ বা যুগ সন্ধিক্ষণ বলে। সৈয়দ আলী আহসান এ সময়কে ‘প্রায় শূণ্যতার যুগ’ বলেছেন।
- কবিওয়ালা ও শায়ের:
- আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে।
- কবিগান মূলত দুইপক্ষের মধ্যে বির্তকের মাধ্যমে গান। হিন্দুদের কবিয়াল ও মুসলিমদের শায়ের বলা হতো।
- কবিগানের আদি কবি গোঁজলা গুঁই এবং শ্রেষ্ঠ কবি হলো হরু ঠাকুর।
- উল্লেখযোগ্য কবিয়াল: গোঁজলা গুঁই, ভবানী বেনে, ভোলা ময়রা, হরু ঠাকুর, কেষ্টা মুচি, এন্টনি ফিরিঙ্গি, রামবসু, নিতাই বৈরাগী, নিধু বাবু।
- শায়ের আরবি শব্দ। এর অর্থ কবি। উল্লেখযোগ্য শায়ের: ফকির গরীবুল্লাহ্্, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ, মালে মুহাম্মদ, আব্দুর রহিম।
- পুঁথি সাহিত্য:
- অষ্টাদশ শতকে রচিত ‘আরবি-ফারসি’ শব্দমিশ্রিত ইসলামী চেতনামূলক সাহিত্যকে পুঁথি সাহিত্য বলা হয়।
- কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে ‘দোভাষী’ পুঁথি বলে।
- কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয়েছিল বলে একে ‘বটতলার পুঁথি’ও বলা হয়।
- পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি * ফকির গরীবুল্লাহ। তাঁর রচিত কাব্য- জঙ্গনামা, আমীর হামজা (প্রথম অংশ), ইউসুফ জুলেখা, সোনাভান, সত্যপীরের পুঁথি।
- সৈয়দ হামজা রচিত কাব্য: জৈগুনের পুঁথি, আমীর হামজা, হাতেম তাই।
- টপ্পা গান:
- টপ্পা এক ধরনের গান। রাগরাগিনীযুক্ত এ গান কবিগানের সময়কালে কলকাতা ও শহরতলীতে প্রচলিত ছিল। টপ্পা থেকে আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত। বাংলা টপ্পা গানের জনক ‘রামনিধি গুপ্ত’। রামনিধির উক্তি:
“নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা” - পাঁচালি গান:
- পাঁচালি গান লোকগীতির একটি ধারা। এতে গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয়। পাঁচালি গানের শক্তিশালী কবি ‘দাশরথি রায়’ যিনি ‘দাশুরায়’ নামে খ্যাত। তিনি ঊনবিংশ শতাব্দিতে পাঁচালি গানকে জনপ্রিয় করেছিলেন।
- শাক্ত পদাবলি:
- শাক্ত পদাবলি মূলত ভক্তিগীতি। শাক্ত পদাবলির প্রথম ও শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ১৮১২ সালে চব্বিশপরগনা জেলার কাঁচড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে ‘যুগসন্ধিক্ষণের’ কবি বলা হয়। অবক্ষয় যুগ/যুগ সন্ধিক্ষণ
তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ হিতপ্রভাকর, প্রবোধ প্রভাকর
কবিতা স্বদেশ, তপসে মাছ, শাস্ত্র পাঠ, নীলকর, মানুষ কে?, আনারস
নাটক বোধেন্দু বিকাশ
সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর